কৃতজ্ঞতা, অভিজ্ঞতা ও আগামী দিনের আশা
কৃতজ্ঞতা, অভিজ্ঞতা ও আগামী দিনের আশা
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ ও দয়া ছাড়া মানুষের জীবনে কোনো সাফল্য, কোনো পদক্ষেপই পূর্ণতা লাভ করে না। আজ আমার হৃদয়ের গভীর থেকে স্বীকার করছি, আমার সামান্য কিছু করার পেছনেও কেবল তাঁর রহমত ও করুণা জড়িয়ে আছে। এর সাথে যোগ হয়েছে সম্মানিত মনিরুজ্জামান স্যারের অক্লান্ত শ্রম, দিকনির্দেশনা এবং অনবরত প্রেরণা। তাঁর তত্ত্বাবধান ছাড়া আমার এগিয়ে যাওয়া কখনোই সহজ হতো না।
এবারের প্রতিযোগিতায় আমি সিটি সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়েছিলাম। যদিও আমার বক্তব্য খুব দীর্ঘ বা নিখুঁত হয়নি, তবুও প্রতিটি শব্দের মাঝে আমি চেয়েছিলাম আন্তরিকতা ঢেলে দিতে। সত্য বলতে কী, মনে হয়েছিল আমি আরও ভালো করতে পারতাম। বক্তৃতার মাঝে কিছু জায়গায় থেমে গিয়েছিলাম, আর সে কারণেই নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারিনি। কিন্তু আমি এটাকে ব্যর্থতা মনে করি না। কারণ প্রতিটি অভিজ্ঞতা আসলে একেকটি শিক্ষা, প্রতিটি হোঁচট আসলে সাফল্যের জন্য প্রস্তুতি।
আমি বিশ্বাস করি, যেকোনো প্রতিযোগিতা কেবল জয় বা পরাজয়ের নাম নয়। বরং তা হলো আত্ম-উন্নতির পথ। আজ হয়তো আমি সেরা হতে পারিনি, কিন্তু আগামীতে ইনশাআল্লাহ আমি আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারব। আমার কণ্ঠ হবে সাবলীল, আমার বক্তব্য হবে পরিপূর্ণ এবং আমার আত্মবিশ্বাস হবে আরও দৃঢ়। এ আশা নিয়েই আমি পথচলা শুরু করেছি। আজকের এই ক্ষুদ্র অভিজ্ঞতা হোক আগামী দিনের সাফল্যের মজবুত ভিত্তি।
Comments
Post a Comment