আল্লাহর নেয়ামতের শুকরিয়া
আল্লাহর নেয়ামতের শুকরিয়া
আল্লাহ তাআলার অসীম কুদরতের এক অনন্য নিদর্শন হলো এই পৃথিবীতে নানারকম খাবারের আয়োজন। তিনি তাঁর বান্দাদের জন্য অগণিত রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সেই নেয়ামতের অংশ আমরা প্রতিদিনই উপভোগ করি, কিন্তু শুক্রবারের রাতটি যেন ছিলো বিশেষ স্মরণীয়।
আমি এবং কয়েকজন প্রিয় বন্ধু মিলে গেলাম মুড়াপাড়া একতারা রেস্টুরেন্টে।আমি,মাহদী ভাই , সাইফুল ভাই, আব্দুল মতিন ভাই,জামিল ভাই এই কয়েকজন যাই।চারপাশে সাজানো হরেক রকম খাবারের সৌন্দর্য দেখে প্রথমেই হৃদয় থেকে বেরিয়ে এলো আল্লাহর শুকরিয়ার সুর। তিনি কত মহান, তাঁর বান্দাদের দ্বারা কত অপূর্ব খাবার তৈরি করাতে পারেন, সেটা চোখের সামনে অবলোকন করলাম।
আমাদের মধ্যে কেউ বেছে নিলো ঠাণ্ডা মিষ্টি ফালুদা, কেউ আবার উপভোগ করলো নরম বানরুটি ও মজাদার গ্রিল। প্রত্যেকের পছন্দ আলাদা হলেও, সবার মনে একটাই অনুভূতি— আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা। খাওয়ার প্রতিটি কণায় আমরা অনুভব করছিলাম তাঁর অসীম রহমত ও অনুগ্রহ।
এই মুহূর্তগুলো শুধু খাবারের স্বাদে সীমাবদ্ধ নয়; বরং আমাদের হৃদয়ে ঈমানি প্রশান্তি এনে দেয়। কারণ বন্ধুদের সাথে একত্রে বসে আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করা এক অমূল্য আনন্দ। আমরা দোয়া করি— আমাদের জীবনে এরকম মুহূর্ত আরো আসুক, যেন আমরা আল্লাহর নেয়ামত ভোগ করে সবসময় শুকরিয়া আদায় করতে পারি।
Comments
Post a Comment