কলরবের সুরে প্রথম পাঠ
কলরবের সুরে প্রথম পাঠ
আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ কৃপায় আজ আমি কলরবের প্রধান পরিচালক মাওলানা আবু সুফিয়ান সাহেব-এর ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। তাঁর অমূল্য দিকনির্দেশনা আমাকে নতুন এক জগতের দুয়ার খুলে দিয়েছে। বাংলা আবৃত্তির সূক্ষ্মতা, শুদ্ধ উচ্চারণের মাধুর্য, উপস্থাপনার সৌন্দর্য এবং সুরের সঙ্গে তাল মেলানোর কলা—এসবই তিনি নরম অথচ দৃঢ় হাতে আমাদের সামনে তুলে ধরেছেন। মনে হলো যেন আমি শুধু একটি ক্লাসে বসিনি, বরং সাহিত্য আর শিল্পের পবিত্র এক অঙ্গনে প্রবেশ করেছি।
কলরবের সুর শুধু কানে মিষ্টি লাগে না, এটি আত্মার গভীরে প্রশান্তি ছড়িয়ে দেয়। সেই প্রশান্তির প্রথম স্বাদ আমি পেলাম যখন কলরবের প্রধান গজলের কয়েকটি লাইন শিখতে পারলাম। সেই সুর যেন আমার হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে বাজতে লাগল—
কলরব কলরব কলরব,
কলরব কলরব কলরব,
মিষ্টি সুরের কলরব,
শান্তি সুখের কলরব।
কলরব কলরব কলরব,
কলরব কলরব কলরব,
আমরা বাতিলের প্রাসাদ মাড়ি,
অসত্য অনাচার চূর্ণ করি,
নগ্নতার আসরে পদাঘাত করি,
দলে যায় অশালীন যত সব।
সত্যিই, কলরব কেবল সঙ্গীতের নাম নয়; এটি এক আন্দোলন, এক দাওয়াত, এক আহ্বান—যা মানুষের অন্তরকে সত্য, ন্যায় ও পবিত্রতার পথে জাগ্রত করে।
Comments
Post a Comment