মানুষ কেন তার রবকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
মানুষ জন্মের পর থেকেই দুনিয়ার বিভিন্ন রঙিন জগতে প্রবেশ করে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু এই পৃথিবীর চাকচিক্য, মোহ, সম্পদ, ক্ষমতা ও অস্থায়ী সুখ-সুবিধা অনেক সময় মানুষকে তার প্রকৃত লক্ষ্য থেকে সরিয়ে দেয়। ফলে মানুষ তার রবকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে ছুটে চলে।
দুনিয়ার ভোগ-বিলাস যেন এক প্রবল স্রোতের মতো, যে স্রোতে মানুষ ভেসে যেতে থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেনঃ ﴿ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ وَزِينَةٌۭ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌۭ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَـٰدِ﴾ — “জেনে রাখ, দুনিয়ার জীবন কেবল খেলা-তামাশা, ভোগ-বিলাস, তোমাদের মাঝে গর্ব, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির সংখ্যায় প্রতিযোগিতা।” (সূরা হাদীদ: ২০)
এ আয়াত আমাদেরকে বোঝায় যে মানুষ যখন দুনিয়ার বাহ্যিক চাকচিক্যে বিভ্রান্ত হয়, তখন সে তার আসল উদ্দেশ্য ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জীবনকে অল্প কিছু সময়ের জন্য সাজিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ তা বুঝতে না পেরে চিরস্থায়ী আখিরাত ভুলে গিয়ে ক্ষণস্থায়ী জীবনকে বড় মনে করে।
অন্যদিকে মানুষের ভেতরে যে নফস রয়েছে, সেটিও তাকে বারবার প্রলোভিত করে। নফস চায় আরাম, চায় আনন্দ, চায় খ্যাতি। মানুষ যদি নফসকে নিয়ন্ত্রণ না করে, তবে ধীরে ধীরে সে আল্লাহর জিকির ও ইবাদত থেকে দূরে সরে যায়। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ «الدنيا سجن المؤمن وجنة الكافر» — “দুনিয়া মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত।” (সহীহ মুসলিম)।
আসলেই মুমিন যখন দুনিয়াকে সাময়িক কারাগার ভেবে জীবন যাপন করে, তখন তার দৃষ্টি থাকে আখিরাতের দিকে। কিন্তু যখন মানুষ নিজেকে ভুলে যায়, আখিরাতকে ছোট করে দেখে, তখন সে দুনিয়াকেই জান্নাত ভেবে এখানে ভেসে বেড়ায়। আসলে এটাই হলো রবকে ভুলে যাওয়ার প্রধান কারণ।
আরও একটি বড় কারণ হলো শয়তানের প্ররোচনা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেনঃ ﴿فَبِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ﴾ — “(ইবলিস বলল) হে আল্লাহ! আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই তাদের জন্য দুনিয়াকে শোভন করে তুলব এবং আমি অবশ্যই তাদের সকলকেই বিভ্রান্ত করব।” (সূরা হিজর: ৩৯)।
মানুষ যখন আল্লাহর জিকির ও ইবাদত থেকে দূরে সরে যায়, তখন সে শয়তানের ফাঁদে আটকা পড়ে। শয়তান তার চোখে দুনিয়ার রঙিন মোহময়তা সাজিয়ে দেয়, ফলে সে ভুলে যায় যে চিরস্থায়ী জীবন আখিরাতেই।
দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, সম্পদ ও খ্যাতির নেশা, এবং আল্লাহর ভয় থেকে গাফেল থাকা — এই সবগুলো মিলেই মানুষকে তার রব থেকে দূরে সরিয়ে দেয়। অথচ মানুষের উচিত ছিল আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে শুধু সেতু হিসেবে ব্যবহার করা।
খোলাসা কথা হল
মানুষ যখন দুনিয়াকে আসল উদ্দেশ্য মনে করে, তখনই সে রবকে ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদতের জন্য। তাই আমাদের উচিত দুনিয়াকে প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করা এবং আখিরাতকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করা।
— মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি।
Comments
Post a Comment