জীবনে একটি লক্ষ থাকবে

 

জীবনে একটি লক্ষ থাকবে

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 
 

ভাইয়েরা আমার, আমরা যদি জীবনের দিকে একটু গভীর দৃষ্টিতে তাকাই, তাহলে দেখবো—এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। জীবন হলো একটি সফর, একটি ভ্রমণ, যেখানে প্রত্যেকটি মুহূর্ত পরীক্ষার মতো। এই পরীক্ষার ময়দানে আমাদের জন্য জরুরি হলো একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্যবিহীন জীবন হলো দিকহীন নৌকার মতো, যা ঢেউয়ের ধাক্কায় এদিক-সেদিক ভেসে বেড়ায় কিন্তু কখনো তীরে পৌঁছাতে পারে না।

আমরা যদি লক্ষ স্থির না করি, তবে দুনিয়ার রঙিন মোহ, কষ্ট ও দুঃখের ঝড়, নানান প্রলোভন আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। কিন্তু যদি আমরা একটি সঠিক লক্ষ ঠিক করি—যেটি হলো আল্লাহর সন্তুষ্টি, রাসূল ﷺ এর অনুসরণ, এবং আখিরাতের সফলতা—তাহলে প্রতিটি পদক্ষেপই হবে মুমিনের জন্য আলোর দিশারী।

প্রিয় ভাইয়েরা, জীবনের বাস্তবতা হলো—এখানে কষ্ট আছে, দুঃখ আছে, পরীক্ষা আছে। কখনো পড়াশোনায় ব্যর্থতার কষ্ট, কখনো জীবিকার অভাবের কষ্ট, কখনো সমাজের উপহাসের কষ্ট। কিন্তু এই কষ্টগুলো আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে গড়ে তোলার জন্য। যদি জীবনের লক্ষ্য থাকে, তাহলে এই কষ্টগুলোকে সহজে সহ্য করা যায়। যেমন একজন পরীক্ষার্থী কঠিন পড়াশোনাকে কষ্ট মনে করে না, কারণ তার লক্ষ্য থাকে পরীক্ষায় সফলতা অর্জন করা। তেমনি একজন মুমিন আল্লাহর রাস্তায় কষ্টকে কষ্ট মনে করে না, কারণ তার লক্ষ্য থাকে জান্নাত।

ভাইয়েরাআ, লক্ষ্য স্থির করার জন্য আমাদের তিনটি বিষয় দৃঢ়ভাবে মনে রাখতে হবে:

  • প্রথমত: আমাদের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি।
  • দ্বিতীয়ত: আমাদের দিকনির্দেশনা হবে কুরআন ও সুন্নাহ।
  • তৃতীয়ত: আমাদের সামনে থাকবে আখিরাতের সফলতা।

আমরা যদি দুনিয়ার জীবনের লক্ষ্য করি ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতি—তাহলে একদিন না একদিন হতাশ হবো। কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করি, তাহলে এই পৃথিবীও আমাদের জন্য সহজ হবে এবং আখিরাতেও আমরা কামিয়াব হবো।

তাই ভাইয়েরা আমার, আমি বয়ান করছি—জীবন হোক একটি লক্ষ্যকে কেন্দ্র করে। সেই লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার সমস্ত প্রচেষ্টা, চেষ্টা, শিক্ষা, দাওয়াত, ইবাদত—সবকিছুর শেষ গন্তব্য হবে একটাই: “আল্লাহর সন্তুষ্টি”

আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণ করার তাওফিক দান করুন এবং সেই লক্ষ্যে পৌঁছার শক্তি দান করুন। আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি