ভ্রাতৃত্বের আনন্দে ভরা দিন
ভ্রাতৃত্বের আনন্দে ভরা দিন
লিখেছেন: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
আলহামদুলিল্লাহ! আজকের দিনটা আমাদের জন্য এক অভূতপূর্ব আনন্দ আর ভালোবাসার দিন হয়ে উঠেছে। দীর্ঘদিন পর আবার আমরা—ভাইয়েরা, সহপাঠীরা, প্রাণের মানুষগুলো—একত্রিত হতে পেরেছি মাদানীনগর মাদ্রাসায়। এই প্রাণের মানুষগুলো হলো সাবিত,ওমর ফারুক, ইব্রাহিম ধামরাই, ইউসুফ, ইয়ামিন, মাহদী, মুজাহিদ, হুজাইফা, আতাউল্লাহ, সিয়াম।।
আমরা আজকে ১ কেজি মিষ্টি এনেছি, যেন এই খুশির মুহূর্তকে মিষ্টিময় করা যায়। একইসাথে আমাদের প্রিয় ভাইয়েরা আমাদেরকে আপ্যায়ন করেছেন মুড়ি, আমসহ নানা স্বাদের খাবার দিয়ে। এ যেন একে অপরের ভালোবাসায় ভেজা অনন্য মুহূর্ত।
একত্রিত হওয়ার এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি হাসি, প্রতিটি করমর্দন যেন বহু স্মৃতি জাগিয়ে তুলেছে—ছাত্রজীবনের, পড়ালেখার, মেহনতের, ভালোবাসার মুহূর্তগুলোকে।
আমরা সবাই একসাথে হয়ে আল্লাহর কাছে শোকর আদায় করেছি, কেননা এতদিন পর আবার একত্রিত হওয়ার তাওফিক পেয়েছি। আমাদের মধ্যে রয়েছে হৃদয়ের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও বন্ধুত্ব—যা কেবল দ্বীনি মেহনতের মাধ্যমে গড়ে ওঠে।
ইনশাআল্লাহ, আগামীকাল আমরা প্রায় সাতজন ভাই মিলে সাভারের মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াহ বাংলাদেশ-এ একত্রিত হবো। এটি হবে আমাদের সফরের মূল গন্তব্য এবং দোয়া করি যেন আল্লাহ তাআলা এই সফরকে কবুল করে নেন।
আমাদের এই বন্ধন, এই মিলন, এই ভালোবাসা যেন আল্লাহর সন্তুষ্টির উসিলা হয় এবং এই সম্পর্ক যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আল্লাহ আমাদের ভ্রাতৃত্বকে আরও মজবুত করুন এবং আমাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন—আমীন।
Comments
Post a Comment