আলহামদুলিল্লাহ! পুনর্মিলনের মুড়ি পার্টি
আলহামদুলিল্লাহ! পুনর্মিলনের মুড়ি পার্টি
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
আলহামদুলিল্লাহ আমাদের বহু প্রতীক্ষিত পুনর্মিলন অবশেষে সফল হয়েছে। দীর্ঘদিন পর আমরা সবাই একত্রিত হতে পেরে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি।
আমাদের এই মিলন উপলক্ষে মাদানীনগর মাদ্রাসায় আমাদেরকে যে আপ্যায়ন করা হয়েছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। আজকের সবচেয়ে মজার বিষয় ছিল সেই মুড়ি পার্টি — তারা আগে থেকেই মুড়ি কিনে রেখেছিল এবং সাথে ভর্তা, মুড়ি, শশা, কাঁচা মরিচ ইত্যাদি সব উপকরণ সংগ্রহ করে রেখেছিল, যেন আমরা আসার পর কোনো ঘাটতি না থাকে এবং পূর্ণমাত্রায় আনন্দের পার্টি জমে উঠে। আমাদের সাথি ভাই সেখানে 13 জন ছিল।সাবিত, ওমর ফারুক, ইব্রাহিম, আতাউল্লাহ, সিয়াম, মুজাহিদ,মাহদী,হুযাইফা যাত্রাবাড়ি,ত্বহা ভাই, ফয়জুল্লাহ ভাই,মুনীর ভাই, ইয়ামিন ও ইউসুফ
আমাদের সবার মাঝে আনন্দের যে ঢেউ বয়ে গেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সবাই একসাথে বসে খাওয়া, হাসি, গল্প — সব মিলিয়ে এক অপূর্ব মুহূর্ত তৈরি হয়েছে।
আমরা শুধু পড়ালেখার সাথেই আবদ্ধ নই; আমরা একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা নিয়েও বাঁচি। এই সম্পর্ক যেন কিয়ামত পর্যন্ত অটুট থাকে — এই প্রার্থনাই করি।
আজকের মিলন মাদানীনগরে হলেও আগামীকাল ইনশাআল্লাহ আমরা একসাথে মারকাজুল ইলমিতে যাব এবং সেখানেও খাবারের আয়োজন হবে আমরা একসাথেই থাকব বলে আশা রাখছি।
আল্লাহ তাআলা যেন আমাদের এই মহব্বত ও ভ্রাতৃত্বকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যান এবং জান্নাতে আমাদের আবার একসাথে রাখেন। আমিন।
Comments
Post a Comment