উলূমুল হাদীস বিষয়ে এক দ্যুতিময় সফর

উলূমুল হাদীস বিষয়ে এক দ্যুতিময় সফর

✍ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা, যিনি আমাকে একটি সৌভাগ্যবান ও জ্ঞানবহুল পথে অগ্রসর হওয়ার তাওফীক দান করেছেন। বর্তমানে আমি মাদানীনগর মাদরাসার উলূমুল হাদীস বিভাগের সম্মানিত মুশরিফ হযরত আবু রাফফান সিরাজ সাহেব হাফিযাহুল্লাহ-এর নিকট কিছু গুরুত্বপূর্ণ হাদীস সংশ্লিষ্ট বিষয় পাঠের সুযোগ পেয়েছি।

এই সুবাদে হযরতের সঙ্গে এক সুস্নিগ্ধ ও আলোকিত পরিচয় গড়ে উঠেছে। হযরত নিয়মিতভাবে তার নিজস্ব ফেসবুক পেইজে উলূমুল হাদীস বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদৃঢ় ও গবেষণাভিত্তিক আলোচনা পেশ করে থাকেন—যা প্রতিটি তালিবে ইলমের জন্য পরিপূর্ণ নেয়ামতস্বরূপ।

আমার দৃঢ় বিশ্বাস, এসব আলোচনা অন্তত জালালাইন জামাত থেকে শুরু করে ঊর্ধ্বতন জামাতসমূহের সকল ছাত্রদের পড়া অপরিহার্য। বিশেষ করে যেসব ভাইয়েরা হাদীসের ইলমে আগ্রহী এবং ফারেগ হওয়ার পর উলূমুল হাদীসে তাখাসসুস করতে চান, তাদের জন্য তো এ আলোচনা পাঠ করা ওয়াজিবের নিকটবর্তী

আলহামদুলিল্লাহ, আমি হযরতের কাছে বিনয়ভরে অনুরোধ করেছিলাম, “হুজুর! আমরা সবাই তো ফেসবুকে নিয়মিত না, অনেক সময় এসব মূল্যবান আলোচনা হারিয়ে যায় বা সংরক্ষণ করা যায় না। তাই আমি চাচ্ছি, এসব আলোচনা সুন্দরভাবে কম্পোজ করে সংরক্ষণ করব, যাতে আমি ও আমার সহপাঠী ভাইয়েরা সহজেই পড়তে পারি ও উপকৃত হতে পারি।”

হযরত অত্যন্ত উম্মুক্ত হৃদয়ে অনুমতি প্রদান করেছেন। এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার এক অপার করুণা ও অমূল্য দান।

তাই এখন আমি নিয়মিতভাবে হযরতের আলোচনাগুলো কম্পোজ করে সাজিয়ে রাখতে চেষ্টা করব, ইনশাআল্লাহ। যেন আমার মতো আরও অনেক তালিবে ইলম উপকৃত হতে পারেন এবং উলূমুল হাদীসের প্রতি ভালোবাসা ও ফিকর বৃদ্ধি পায়।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদীসের সঠিক জ্ঞান অর্জনের তাওফীক দান করুন এবং হক্বের ওপর অটল থাকার তাওফীক দিন। আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি