আমাদের জামাতের একজন ঈমানী মানুষ: সুহাইল ভাই
আমাদের জামাতের একজন ঈমানী মানুষ: সুহাইল ভাই
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
আলহামদুলিল্লাহ! আমাদের জামাতের বড় ভাই মাগরিবের পর সুহাইল ভাই একটি হৃদয়ছোঁয়া আলোচনা পেশ করেছেন। আলোচনা এতটাই আবেগময় এবং ঈমান জাগানিয়া ছিল যে, উপস্থিত অনেক ভাই চোখের পানি ধরে রাখতে পারেননি। আমিও গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম। মনে হচ্ছিল যেন ঈমানের একটি নতুন তরঙ্গ বয়ে যাচ্ছে অন্তরে।
তিনি শুধু বক্তা নন, বরং আমাদের জামাতের একজন দায়িত্বশীল আমির সাহেব। তার ব্যক্তিত্বে আছে শান্ত-ভদ্রচরণ, গাম্ভীর্য ও হিম্মত। তার কথাবার্তায় যেমন কোমলতা, তেমনি হিদায়েতের দীপ্তি।
আল্লাহ তাআলা তাকে ইলম ও আমল দান করেছেন। আমরা তাকে দেখে অনেক কিছু শিখতে পারি—আচরণে, ধৈর্যে ও কথার ভারসাম্যে। তার বয়ানে ছিল চোখের জ্বালা, অন্তরের দরদ, আর দাওয়াতি আহ্বান।
আমরা দোয়া করি—আল্লাহ তাআলা তাকে আরও জ্ঞানের নূর দান করুন, আমলের তাওফিক দিন, আরও হৃদয়গ্রাহী কণ্ঠ দান করুন, যেন তার আওয়াজে মানুষ জেগে ওঠে, চোখে অশ্রু আসে, হৃদয়ে ঈমান জ্বলে ওঠে।
— মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
Comments
Post a Comment