ইসলামিক দর্শন ও যুক্তিবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিতাব
ইসলামিক দর্শন ও যুক্তিবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিতাব
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
- আল-ফারাবি: তিনি ইসলামী যুক্তিবিদ্যার অন্যতম পথিকৃৎ। তাঁর লেখা “আল-মাদখাল ইলাল-মানতেক” (যুক্তিবিদ্যার ভূমিকা) একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
- ইবনে সিনা: তাঁর “আশ-শিফা” (The Book of Healing) এবং “আন-নাজাত” (The Book of Salvation) যুক্তিবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
- আল-গাজ্জালি: তাঁর “তাহাফুত আল-ফালাসিফা” (The Incoherence of the Philosophers) গ্রন্থে তিনি ইসলামী দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
- ইবনে রুশদ: তাঁর “তাহাফুত আত-তাহাফুত” (The Incoherence of the Incoherence) গ্রন্থটি আল-গাজ্জালির দর্শনের সমালোচনা করে লেখা হয়েছিল।
- নাসিরুদ্দিন আত-তুসি: তাঁর “আসাস আল-ইকতিবাস” (The Foundation of Deduction) যুক্তিবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রন্থ।
- এই কিতাবগুলোর ভূমিকার মধ্যেই এর পরিচয় দেওয়া রয়েছে। তবে এরপরও উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য আহরণ করেছি।।।
Comments
Post a Comment